আসামিকে অমানুষিক নির্যাতন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাদক মামলার আসামিকে অমানবিক নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহম্মদ মাহবুব আলম। বৃহস্পতিবার আসামীর জামিন শুনানিতে আসামির আইনজীবী আব্দুল ওয়াসিম মতিন বিষয়টি আদালতে নজরে আনলে আদালত এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর ভোর রাতে বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মৃত বিনয় চন্দ্র সরকারের ছেলে শিশির চন্দ্র সরকারকে (২৪) গ্রেফতার করে পুলিশ। এরপর শিশিরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে মামলা দায়ের করে ওইদিন সন্ধ্যায় আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীর আইনজীবী আব্দুল ওয়াসিম মতিন বলেন, আজ একজন আসামীর জামিন হয়েছে।পুলিশ আসামীকে আদালতে হাজির করার সময় লিখিত দিয়েছে আসামিরা পালানোর সময় আঘাত পেয়েছে বিষয়টি খতিয়ে দেখতে আদালত নিদর্শনা দিয়েছে।
এমবি