আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীর মাগুরা গ্রামের উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে।
এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে ১টি মামলায় একজনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল যা প্রায় ৯ হাজার মিটার জব্দ করা হয়েছে।
এই অবৈধ জাল উত্তোলনের সময় সরকারী কাজে বাধা প্রদান করায় স্থানীয় ইদ্রিস হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স ও আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের উপস্থিতিতে ওই জব্দকৃত অবৈধ জাল উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ব্রীজের উপরে পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম ও থানা উপপরিদর্শক সোহাগ ও আনসার সদস্যরা।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সরকারী কাজে বাধা দেওয়ায় একজনকে জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে এই অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হচ্ছে।
এই অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
এমবি