ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় নবজাতকের মৃত্যু

আগৈলঝাড়ায় নবজাতকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় সাত বয়সের এক নবজাতক মৃত্যুবরণ করেছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার বান্দাবাড়ি গ্রামের আবুল হাসানের সাত দিন বয়সের ছেলে সন্তান ওমর অসুস্থ অবস্থায় মারা যায়। নবজাতকের পিতা আবুল হাসান জানান, সাত দিন পূর্বে আমাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় আমার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন