ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি

গৌরনদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে মুক্তিযোদ্ধার বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা। 

বসতবাড়ি ও মাছের ঘের রক্ষায় বালু উত্তোলন বন্ধের জন্য বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন শাহ আলম বেপারী নামের একজন বীর মুক্তিযোদ্ধা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।
 
ওই মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগে জানা গেছে, পশ্চিম শাওড়া গ্রামের জনৈক হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার জোরপূর্বক মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেছেন। এতে তার (মুক্তিযোদ্ধার) বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
 
লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, ঘটনাস্থলে চাঁদশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রেজার সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য গত ২৭ জুলাই মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে গিয়ে প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হন হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার। এরপূর্বেও বসতবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলন করায় দায়ে অবৈধ ড্রেজার মালিক হালান সরদার কারাভোগ করেছেন। সেই মামলা শেষ হতে না হতেই আবার একই কাজে যুক্ত হয়ে পড়েছেন ড্রেজার মালিক হালান সরদার।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন