ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে কর্মসূচির অগ্রগতি বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
জানা গেছে, বরিশাল ও মাদারীপুর জেলা লিগ্যাল এইড এ্যাসোসিয়েশন, ইউএসএআইডি প্রমোটিং পিচ ফর জাষ্টিস (পিপিজে)র যৌথ আয়োজনে ডেমোক্রসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অসহায় ও নিপীড়িত দরিদ্র ব্যক্তির আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে অর্ধ বার্ষিকী সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ওই সভার সভাপতি ও উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পের সদস্য সচিব মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প সমন্বয়কারী আবুল মুনসুর আবদুল্লাহ, অর্থ ও প্রশাসন শাখার কর্মকর্তা মাহাবুব আলম পাভেলসহ প্রকল্পের সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে সরকার স্বচ্ছল-অস্বচ্ছল নির্বিশেষে সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করেছে। লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। এজন্য ইউনিয়ন এবং উপজেলা কমিটিগুলোকে আরও সক্রিয় করতে হবে, প্রচার-প্রচরণা বাড়াতে হবে।

সভায় লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এর কার্যক্রম আরো গতিশীল করতে ভালো কাজের জন্য সম্মাণনা প্রদান, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ইউনিয়ন কমিটিতে সকল ইউপি সদস্যকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত প্রদান করেন। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন