ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন

উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ অক্সিজেন সিস্টেম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর আওতায় জাইকা’র সহযোগিতায় উপজেলা পর্যায়ে এটিই প্রথম সেন্ট্রাল

অক্সিজেন প্লান্ট। এতে ব্যয় হয়েছে ১২ লাখ ৫৭ হাজার ৪২৫ টাকা। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান, আমাদের এই উপজেলায় আইসিইউর ব্যবস্থা নেই। আইসিইউ না হলেও হাইফ্লো অক্সিজেন দিয়ে অনেক রোগীর জীবন রক্ষা করা যাচ্ছে। তাই উপজেলা পরিষদের উন্নয়নের জাইকা প্রকল্প থেকে হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করেছি। করোনা চলে গেলেও এই অক্সিজেন প্লান্ট কার্যকর থাকবে।’

এলাকাবাসীর রোগব্যাধি ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, সরোয়ার হোসেন, ডাঃ হরেন রায়, ইউসুফ হোসেন হাওলাদার, কাউন্সিলর রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর অসীম ঘরামী, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, সাবেক সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ। করোনাভাইরাস শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল।                                     
           
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন