ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনে বরিশাল জেলা-মহানগর আ’লীগের কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপনে বরিশাল জেলা-মহানগর আ’লীগের কর্মসূচি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন। দিনটি উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মোনাজাত, শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করবে তারা।

বৃহস্পতিবার বিকালে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।
এছাড়াও বরিশাল জেলা ও মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়ররা আলোচনায় অংশ নেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বিকেল চারটায় আলোচনা সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বরিশাল মহানগরীর প্রতিটি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মসজিদে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

এর বাইরে বরিশাল জেলার সকল উপজেলা এবং পৌরসভা এলাকায় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনার আলোকে ওইদিন সকল দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত ও আলোচনার পাশাপাশি মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন