ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে তিন মাদকব্যবসায়ীর কারাদণ্ড

বরিশালে তিন মাদকব্যবসায়ীর কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশালের আলোচিত নারী মাদক সম্রাজ্ঞী বেবি বেগমের স্বামী ও বরিশাল স্পিড বোট মালিক সমিতির লাইন সম্পাদক তারেক শাহ’র পিতা হালিম শাহকে আটক করা হয়। পরে জামাল হাওলাদার এবং খোকন নামের আরও দু’জনকে আটক করা হয়। 

আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

হালিম শাহকে ৫ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা, জামাল হোসেনকে ৩ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা এবং খোকনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন