ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় সংসদ সদস্যর বিরুদ্ধে মৎস্য ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগ 

বরগুনায় সংসদ সদস্যর বিরুদ্ধে মৎস্য ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের গাড়িকে সাইড না দেয়ায় স্থানীয় মৎস ব‍্যবসায়ী ও যুবলীগ কর্মী নজরুল ইসলামকে প্রকাশ্য জনসমক্ষে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ৪টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 যুবলীগ নেতা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, পাথরঘাটা শেখ রাসেল স্টেডিয়ামে বুধবার (২২ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পাথরঘাটা প্রিমিয়াম লীগ ফুটবল খেলার প্রধান অতিথি ছিলেন এমপি শওকত হাচানুর রহমান রিমন। পরে বিকেলে এমপি মোটরসাইকেল বহর নিয়ে খেলার মাঠে আসার সময় খেলোয়াড়দের বহন করা মাইক্রো-বাসটিকে এমপি'র লোকজন সাইড দিতে বলেন।
সরু রাস্তার কারণে মাইক্রো-চালক সাইড না দেয়ায় এ সময় ক্ষেপে যান এমপি। পরে সভা মঞ্চে উঠে মাইক্রোবাসে থাকা পাথরঘাটা বিএএফডিসি মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে ডেকে নিয়ে, কেন তার মোটরসাইকেল বহরটিকে সাইড দেয়া হয়নি বলেই মারধর শুরু করেন।

এরপর পা ধরে ক্ষমা চাইতে বলা হয় পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে। এ সময় মঞ্চে থাকা পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির, আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা ব্যবসায়ী নজরুল ইসলাম আরও বলেন, রাস্তায় সাইড দেয়ার মতো অবস্থা না থাকায় মাইক্রো-চালক সাইড দিতে পারেনি। এমপি আমাকে মঞ্চে প্রকাশ্যে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারেন এবং তার পা ধরে ক্ষমা চাইতে বলেন।

মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির, আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দারসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।


সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ, পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ড শাখার সাবেক সফল সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। বর্তমানে আমি যুবলীগের একজন দক্ষ কর্মী হিসাবে দলীয় আইন শৃঙ্খলা মেনে সকল দায়িত্ব পালন করে আসছি। এমনকি করোনা মহামারীর চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী হত দরিদ্র সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি। গত ২২ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পাথরঘাটা প্রিমিয়াম লীগ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্লাবের কিছু খেলোয়ার অংশগ্রহণের জন্য পাথরঘাটায় আসে। আমিসহ খেলোয়াররা মাঠে যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকারে রওয়ানা করি। আব্দুল জব্বার আকন মার্কেটের সামনে পৌছাইলে স্থানীয় বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মটর সাইকেলের বহর নিয়ে আমাদের প্রাইভেটকারের পিছনে এসে পৌছায়। উক্ত খেলায় তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি উক্ত প্রাইভেটকারটিকে সাইড দিতে বলে। রাস্তা সরু হওয়ার কারণে ড্রাইভারের তাৎক্ষনিক সাইড দিতে কিছুটা বিলম্ব হয়। আমি নেতৃত্ব দিয়ে মাননীয় সংসদ সদস্যের গাড়ি বহর পার করিয়ে দেই। গাড়ি বহর পার করে দিতে কিছুটা বিলম্ব হয়। গাড়ি বহর পার করে দিলে মাননীয় সংসদ সদস্য খেলার মাঠে উপস্থিত হয়ে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। আমিও খেলোয়ারদের নিয়ে মাঠে উপস্থিত হই। পাথরঘাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজাদাসহ ৪/৫ জন আমাকে সংসদ সদস্যের কথা বলে মঞ্চে ডেকে নিয়ে যায়। মঞ্চে যাওয়ার সাথে সাথে মাননীয় সংসদ সদস্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায় আমাকে চর থাপ্পর লাথি দিয়ে মঞ্চ থেকে ফেলে দেয়। আরও বলেন যে, আমার গাড়ি বহর দেখে সাথে সাথে সাইড দিলি না কেন? আমার পা ধরে ক্ষমা চাও। উপস্থিত মাঠে হাজারো জনতার সামনে মাননীয় সংসদ সদস্য লাঞ্চিত করে আমার সম্মানের হানী ঘটান। 

তখন মাঠে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মীরা ঘটনাটি দেখে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশ করায় আমার নিকট হইতে গণমাধ্যম কর্মীরা সাক্ষাৎকার গ্রহণ করেন। আমি সাক্ষাৎকার দেওয়ায় বর্তমানে মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ক্ষিপ্ত হয়ে তার দলীয় নিজস্ব লোকজন দ্বারা আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি দিতেছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যেকোন সময় মাননীয় সংসদ সদস্য কর্তৃক আমার এবং আমার পরিবারের অপূরণীয় ক্ষতি হইতে পারে। পাশাপাশি আমার সাথে থাকা দলীয় কর্মীদেরও যেকোন সময় সংসদ সদস্য কর্তৃক অপূরণীয় ক্ষতি হইতে পারে। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট উক্ত ঘটনাটি তুলে ধরতে চাই। আমি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। আমাকে অন্যায়ভাবে লাঞ্চিত করার ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। পাশাপাশি সাংগঠনিক পদক্ষেপ কামনা করছি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন