ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যাপক কাজ করছেন : কুয়াকাটায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যাপক কাজ করছেন : কুয়াকাটায় পানিসম্পদ প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চল উন্নয়নে ব্যাপক কাজ করছে। এ ধারাবাহিকতায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, লেবুখালী সেতু ও পদ্মা সেতুর কাজ চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এ কথা বলেন।

তিনি অরো বলেন কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে ৯ ’শ ৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ে নেদারল্যান্ড ও হল্যান্ডের বিশেষজ্ঞদের কাজে লাগানো হবে। ভাঙন রোধের মধ্য দিয়ে  কুয়াকাটা সৈকতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে শেখ হাসিনার সরকার কাজ করছে। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে এ কাজে  কিছুটা বিলম্বিত হয়েছে। 

প্রতিমন্ত্রী এর আগে তিনি পায়রা বন্দর ও মহিপুরের নিজামপুরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ-দৌলা,পাউবো মহাপরিচালক ফজলুর রহমান, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এবং কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সাথে ছিলেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন