ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গরু চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪৬ জনের

গরু চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪৬ জনের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


মাদাগাস্কারের একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে গরু চুরি করতে আসা অস্ত্রধারীদের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে এ সংঘর্ষ হয়।

সূত্র: বিবিসি
গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’টি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালান। এসময় পাল্টা হামলা চালান স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। সেই সঙ্গে তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন