লিয়াকত হোসেন লিকু’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

স্টিমার ঘাট জামে মসজিদের সহ সভাপতি লিয়াকত হোসেন লিকুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) আছরবাদ বরিশাল মহানগরীর স্টিমারঘাট জামে মসজিদে এই মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুম আলহাজ্ব লিয়াকত হোসেন লিকু’র ২য় মৃত্যু বার্ষিকীতে আয়োজিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টিমার ঘাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন স্টিমারঘাট জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোঃ সরফুজ্জামান বেগ ও নগরীর এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নুরুর রহমান বেগ। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এমবি