ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় মোবাইল ফোনে বিকাশ ব্যাবসায়ী পরিচয়ে প্রতারনা

পাথরঘাটায় মোবাইল ফোনে বিকাশ ব্যাবসায়ী পরিচয়ে প্রতারনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাথরঘাটায় মোবাইল ফোনে বিকাশ ব্যাবসায়ী পরিচয়ে প্রতারনার নতুন ফাঁদ পেতেছে প্রতারক চক্র। আজ মঙ্গলবার বেলা ১ টা ৩৯ মিঃ পাথরঘাটাতেই এমনঘটনা ।

গ্রাহক জানান, প্রথমে ০১৩২৩০০৪৮৯৩ নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে প্রতারক চক্র বলেন আপনার এজেন্ট মোবাইলের নাম্বারটা দরকার। গ্রাহক জানতেচান কি কারনে। প্রতারক বলেন আপনার মোবাইলে বিকাশ করার সময় এক ছোট ভাইয়ের কিছু টাকা গেছে ভুলে এ কারনে। অথচ গ্রাহক সাংবাদিকদের জানান, তার কোন এজেন্ট নাম্বারই নাই বা তিনি কোন বিকাশ ব্যবসায়ীই নন। গ্রাহক জানতে চান কে বলছেন এবং কোথা থেকে বলছেন। প্রতারক উত্তরে নাম বলেন আরিফ পাথরঘাটা সদর থেকে। গ্রাহক আরও জানতে চান কত নাম্বার ওয়ার্ড বা কোন বড় প্রতিষ্ঠানের সামনে আপনার বিকাশের দোকান। গ্রাহকের জানাতে চাওযার এক পর্যাযে তিনি সদুত্তর না দিয়ে গ্রাহকে উল্টো গালীগালাজ করে ফোনটা কেটে দেয়।

গ্রাহক সাংবাদিকদের জানান, আমার এজেন্ট নাম্বারে ভুলে টাকা গেছে অথচ সেই নাম্বারটা তার কাছে নেই? সে অন্য নাম্বারে ফোন দিয়ে এজেন্ট নাম্বার চায় একারনে আমি বুঝতে পারি এ একজন প্রতারক। আমি গ্রাহক হিসেবে আপনাদেও মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ এদেরকে প্রতিহত না করলে বা এর আইনি ব্যাবস্থা গ্রহন না করলে এরা অসহায় মানুষকে সর্ব্বশান্ত করবে।

 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন