ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এক বিড়ালের বেদনা ছুঁয়ে গেল সবাইকে

এক বিড়ালের বেদনা ছুঁয়ে গেল সবাইকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বাড়ির সামনে খেলছিল লিও আর কোকো। তারা দুই ভাই। খেলতে খেলতে হঠাৎ হারিয়ে যায় কোকো। তাকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন-দুদিন করে কেটে যায় যায় দু-দুটি বছর। এরপর একদিন জানা যায় কোকোকে একটি পরিবার লালনপালন করছে। মুন্নাওয়ার শেখ পরিবার তখন পুলিশের সহায়তা নিয়ে কোকোকে ফিরিয়ে আনে। 

দীর্ঘ দুই বছরের বিচ্ছেদ শেষে ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয় লিও। কিন্তু মিলনের এই সুখ ছয় মাসের বেশি স্থায়ী হলো না। কারণ, হারিয়ে যাওয়ার পর কোকোর স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছিল। আর তাতে নিভে গেল কোকোর জীবনপ্রদীপ। 

কোকোর এই চিরবিদায়ে ভেঙে পড়ে লিও। অবুঝ এই বিড়ালটি ভাই হারানোর বেদনায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছে তার সমাধির পাশে। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এ ঘটনা ভারতের গুজরাটের। সেখানের মুন্নাওয়ার শেখ পরিবারের সদস্য ছিল বিড়াল দুটি। লিওকে বেদনার সাগরে ভাসিয়ে অসুস্থ কোকো গত ২৩ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই লিওকে সমবেদনা জানাতে শেখ বাড়িতে এসেছে। পরিবারটিও তাদের প্রিয় এই বিড়ালটির বাড়তি যত্ন নিচ্ছে, যাতে সে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারে। 

সারা পৃথিবী যখন স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ তখন এক বিড়ালের ভ্রাতৃপ্রেমের এই উদাহরণ মুগ্ধ করেছে সাধারণ মানুষকে। বিড়ালের প্রতি মুন্নাওয়ার শেখ পরিবারের ভালোবাসাও প্রশংসা কুড়িয়েছে সবার। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন