মঠবাড়িয়ায় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা


আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো-ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর ) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেযারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা কবির হোসেন, এস আই জাকির হোসেন, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, হারুণ অর রশিদ, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।
এইচেকআর
