মার্কিন ড্রোন হামলায় আলকায়েদা নেতা নিহত


সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আলকায়েদার এক সিনিয়র নেতা নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিবের কাছে সালিম আবু আহমদ নামে মার্কিন ড্রোন হামলায় তার মৃত্যু হয়।
ওই অঞ্চলে আলকায়েদার হামলার পরিকল্পনা, অর্থ যোগানের জন্য তার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আলকায়েদা নেতা নিহত হলেও বেসামরিক লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আলকায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।
এমবি
