ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

হঠাৎ গোলাপি আলোয় উদ্ভাসিত হোয়াইট হাউজ

হঠাৎ গোলাপি আলোয় উদ্ভাসিত হোয়াইট হাউজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ আলোকিত হয়েছে গোলাপি আলোতে। দেশটিতে অক্টোবর মাসকে জাতীয় স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে। এর অংশ হিসেবেই গোলাপী আলোয় উদ্ভাসিত হয়েছে হোয়াইট হাউজ। শুক্রবার (১ অক্টোবর) এসব জানিয়েছে সিবিএস নিউজ।

অক্টোবর মাস হলো স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার মাস। বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই ক্যান্সারকে নারীদের নীরব ঘাতক বলা হয়ে থাকে। একে মরণব্যাধি বা ঘাতকব্যাধি বললেও ভুল বলা হবে না।


পৃথিবীর সব ঘাতক ব্যাধির মধ্যে স্তন ক্যান্সার বেশি মারাত্মক। ক্যান্সারজনিত মৃত্যুর কারণ হিসেবে সারাবিশ্বে স্তন ক্যান্সারের স্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে ফুসফুসের ক্যান্সার। প্রতি ৮ জন মহিলার মধ্যে একজনের স্তন ক্যান্সার হতে পারে এবং আক্রান্ত প্রতি ৩৬ জন নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা একজনের।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন