প্রায় দু’হাজার মণ্ডপের উদ্বোধনের জন্য চিঠি পেয়েছেন মমতা


করোনার কথা মাথায় রেখে এ বার আরও বেশি করে ভার্চুয়াল মাধ্যমে পূজা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নের সভাঘরে বসে রিমোট চেপে উদ্বোধন করবের বহু পুজার।
ভারতীয় গণমাধ্যম বলছে, প্রায় দু’হাজার মণ্ডপের উদ্বোধনের জন্য চিঠি পেয়েছেন মমতা। এরমধ্যে কোনটি উদ্বোধন করবেন আর কোনটি বাদ দেবেন, তার চূড়ান্ত তালিকা মমতা নিজেই করবেন।
মমতার কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, করোনার কারণে সব মণ্ডপে সশরীরে হাজির হতে পারবেন না মুখ্যমন্ত্রী। তিনি নিজেও উদ্বোধনে ভিড় বাড়াতে চাইছেন না। তাই জেলার পাশাপাশি কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি বড় পূজার উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমেই। সে জন্যে নতুন করে সাজানো হচ্ছে নবান্ন সভাঘর।
পুরো ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে তথ্য ও সংস্কৃতি দফতর। মমতা যখন পূজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন, তখন সেটা বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার হবে। এই কাজের জন্য কোনো পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।
ইতোমধ্যে সামগ্রিক পরিকল্পনা তৈরি হয়েছে। পূজার আবহ ফুটিয়ে তুলতে নবান্ন সভাঘরে হাজির থাকবেন ঢাকিরা। ধুনুচি নাচেরও ব্যবস্থা থাকছে। মঞ্চের চারদিকে দেখা যাবে জ্বলন্ত প্রদীপ। রাখা থাকবে মঙ্গলঘট। চাঁদমালা, আম্রপত্র, শঙ্খ, কাঁসর দিয়ে সাজানো হবে মঞ্চ। শরতের নীল আকাশ আর ভোরের শিউলি ফুলের গন্ধ না থাকলেও ভার্চুয়ালিই শিউলির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। দেখা মিলবে কলা বউয়ের। মঞ্চে আলো ছড়াবেন থালি গার্লরা।
এসএম
