ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

চীনের মুসলিম যোদ্ধাদের সরিয়ে নিয়েছে তালেবান

চীনের মুসলিম যোদ্ধাদের সরিয়ে নিয়েছে তালেবান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের সঙ্গে চীন সীমান্ত থেকে উইঘুর যোদ্ধাদের সরিয়ে নিয়েছে তালেবান। আফগানিস্তান ও তাজিকিস্তানের পৃথক সূত্রের বরাতে রেডিও লিবার্টি এই খবর প্রকাশ করেছে। 
সাবেক আফগান সেনা কর্মকর্তার বরাতে খবরে বলা হয়েছে, বাদাখশান প্রদেশ থেকে উইঘুর যোদ্ধাদের সরিয়ে নিয়েছে তালেবান। সরিয়ে তাদেরকে নানগরহার প্রদেশসহ আফগানিস্তানের পূর্বদিকের সীমান্তে নেওয়া হয়েছে। বাদাখশান  প্রদেশের সঙ্গে চীনের ৭৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

বেইজিং ও জাতিসংঘ আল-কায়েদা ঘনিষ্ঠ তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টকে (উইঘুর যোদ্ধাদের অফিশিয়াল নাম) সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। জিনজিয়াং প্রদেশে অস্থিরতার জন্য চীন সরকার এই বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী মনে করে। এই জিনজিয়াং প্রদেশে চীন মুসলমান ধর্মাবলম্বী লাখ লাখ উইঘুর নাগরিককে ডিটেনশন ক্যাম্পে বন্দি রেখেছে বলে অভিযোগ রয়েছে। স্বাধীন জিনজিয়াংয়ের দাবিতে উইঘুরদের অস্ত্রধারী একদল যোদ্ধা লড়াই করছে। আফগানিস্তানে তাদের ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। 

গোয়েন্দা সূত্রের বরাতে তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহেও  তাজিক, উজবেক এবং অন্যান্য বিদেশি যোদ্ধাদের সঙ্গে চীনের উইঘুরের যোদ্ধারা বাদাখশান সীমান্তে ছিল। তবে চলতি সপ্তাহে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের উপস্থিতি চোখে পড়েনি।  

১৯৯৬-২০০১ সালের শাসনামালে তালেবানের বিরদ্ধে উইঘুর যোদ্ধাদের সমর্থন দেওয়ার অভিযোগ ছিল। তবে সেপ্টেম্বরের শুরু থেকে তালেবান বলছে, উইঘুর যোদ্ধারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে। 

আফগানিস্তানের শাসন ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান আরও বলছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো অস্ত্রধারী গোষ্ঠী বিদেশের মাটিতে হামলার ছক কষতে পারবে না। আফগানিস্তানের মাটিতে বসে আল-কায়েদা যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ারে হামলা করেছিল। এ কারণে ২০০১ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক ন্যাটো জোট আফগানিস্তানে হানা দিয়ে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে। দীর্ঘ ২০ বছর যুদ্ধ চলার বিদেশি বাহিনী ৩০ আগস্ট আফগানিস্তান ত্যাগ করে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর দুই সপ্তাহ পর তারা সরকার গঠন করে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে উৎসাহ না দেখালেও বর্তমান বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি চীন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে। ২০ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তারা অবকাঠামো নির্মাণসহ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন,উইঘুর বিদ্রোহীরা যাতে চীন সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য তালেবানকে হাতে রাখতে আফগানিস্তানে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে বেইজিং।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন