ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত তিন শতাধিক

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত তিন শতাধিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ওই ভূমিকম্পে আরো কমপক্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের পর প্রাদেশিক রাজধানী কোয়েটার লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। কর্মকর্তারা জানিয়েছেন, হারনাই জেলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

কোয়েটার পূর্বে অবস্থিত হরনাইতে প্রচুর পরিমাণে কয়লা খনির অবস্থান। ভূমিকম্পে এসব কয়লাখনিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গু জানিয়েছেন, ওই এলাকায় জরুরি সেবা কার্যক্রম চলছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন