ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ঢাকায় জুমার নামাজের পর পুলিশ-জনতা সংঘর্ষ

ঢাকায় জুমার নামাজের পর পুলিশ-জনতা সংঘর্ষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার ঘটনার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। ওই মিছিল কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে কয়েকশ লোক এই বিক্ষোভ মিছিলে সমাবেত হয়।

পরে মিছিলকারীদের একটি অংশ পুলিশের ওপর ঢিল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন