'সুস্থ আছেন খালেদা জিয়া, কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও'


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন। তিনি এখন শঙ্কামুক্ত। আজ বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট্ট একটি (এক থেকে দেড় সেন্টিমিটার পরিমাণ) লাম্প পাওয়া গিয়েছিল। তাই সেটি বায়োস্ফি করা হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন। ইতিমধ্যে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
এইচকেআর
