ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

চরফ্যাসন পৌরসভায় বিনামূল্যে প্রদান করা হবে অক্সিজেন 

চরফ্যাসন পৌরসভায় বিনামূল্যে প্রদান করা হবে অক্সিজেন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলমান মহামারী করোনায় অক্সিজেন সিলিন্ডার  সংকট নিরসনে সাধারন নাগরিকদের সুরক্ষার জন্য চরফ্যাসন পৌর কর্তৃপক্ষ ৫টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়  করেছেন। 

বৃহস্পতিবার  সকাল  ১১টায় আনুষ্ঠানিকভাবে পৌরসভার স্বাস্থ্য  শাখাকে বুঝিয়ে  দিয়েছেন মেয়র মোঃ মোরশেদ। প্রয়োজন অনুযায়ী সাধারন মানুষ  পৌরসভার স্বাস্থ্য শাখা থেকে বিনামূল্যে  এই অক্সিজেন  গ্রহন করতে পারবেন। 

সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে মেয়র মোঃ মোরশেদ  বলেছেন, পৌরসভা থেকে সাধারন দরিদ্র মানুষকে বিনামূল্যে এই অক্সিজেন প্রদান করা হবে। মানুষের জন্য ২৪ ঘন্টা  এই সেবা শাখা উন্মুক্ত থাকবে। এই সময় পৌরসভার কর্মকর্তা,   কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন