ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

 মঠবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় কেশব চন্দ্র হালদার (৭০) নামে এক বৃদ্ধ ও জিহাদ হাওলাদার (৩৫) নামের এক যুবক মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ইউপি সচিব কেশব চন্দ্র হালদার মঙ্গলবার বিকেলে উপজেলার বেতমোর গ্রামে নিজ বাড়ির সামনে হাটাহাটি করছেন। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি মটর সাইকেল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টার দিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার দুপুরে মাহিদ্রা চালক জিহাদ হাওলাদার মঠবাড়িয়ায় বাজারে যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে বড়মাছুয়া বোনের বাড়ি যাবার পথে মাতুব্বর বাড়ির সম্মুখ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা খেয়ে মাহিন্দ্রাসহ রাস্তার পাশে ছিটকে পরে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত জিহাদ হাওলাদার পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার পশুরবুনিয়া গ্রামের ফায়েজ হাওলাদারের ছেলে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন