ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • ইন্দুরকানীতে সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    ইন্দুরকানীতে সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    ইন্দুরকানীতে সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে জাকির হোসেন নামে এক সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার  করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী উপজেলার  পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (৫২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়য়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

    ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন ।

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাতে সুপারী ব্যবসায়ী আমজাদ হোসেন ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজারে সুপারী রেখে বাড়ী ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা মোড়েলগঞ্জ উপজেলার  সিংজোড় চন্ডিপুর গ্রামের   ছিদ্দিক মোল্লার  ছেলে রাসেল ও চন্ডিপুররের ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে তার সহযোগীরা মিলে ব্যবসায়ী জাকিরকে কুপিয়ে  হাত ও পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ও স্বজনেরা খবর পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত্যু ষোষণা করেন।


    নিহতের ছেলে ইমরান হাওলাদার জানান, আমার পিতা  রাতে পত্তাশী বাজার থেকে বাড়ী ফেরার পথে চন্ডিপুরের  যুবলীগ নেতা ও  ইউপি সদস্য সোহেল খান ও রাসেল মোল্লা  আমার বাবাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে রক্তাক্ত করে ফেলে রেখে যায় । পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

    ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুপারি ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত হচ্ছে। খুনিদের সনাক্ত সহ তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পক্ষ থেকে অভিযোগ পেলেই মামলা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ