ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

ফেরি উদ্ধারে চতুর্থ দিনের অভিযান শুরু

ফেরি উদ্ধারে চতুর্থ দিনের অভিযান শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে উল্টে যাওয়া রো রো আমানত শাহ ফেরি উদ্ধারে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয় এ উদ্ধার অভিযান।

বিআইডব্লিটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, গত বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরও দুটি যানবাহন উদ্ধারে সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে শাহ আমানত নামের রো রো ফেরিটি যানবাহনসহ উল্টে যায়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন