ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

তদন্তে গিয়ে বাদীর সাথে ‘অন্তরঙ্গ’, এএসআই প্রত্যাহার

তদন্তে গিয়ে বাদীর সাথে ‘অন্তরঙ্গ’, এএসআই প্রত্যাহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মামলার বাদীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক সহকারী উপপরিদর্শকে (এএসআই) তোফাজ্জল হোসেন (৩৮) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান শনিবার (৩০ অক্টোবর) দুপুরে পৌনে ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ার পাতা গ্রামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী। এ ঘটনার পর উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানে আমগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে যায়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন