ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

মুহিবুল্লাহ হত্যা: সন্দেহভাজন দুইজন অস্ত্রসহ গ্রেফতার

মুহিবুল্লাহ হত্যা: সন্দেহভাজন দুইজন অস্ত্রসহ গ্রেফতার
মুহিবুল্লাহ হত্যা: সন্দেহভাজন দুইজন অস্ত্রসহ গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহভাজন দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন মসজিদে কোবা এর সামনে মোছড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো, আবুল কালাম ওরফে আবু(৩৪) এবং মো. নজিম উদ্দিন (৩৫ ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন মসজিদে কোবা এর সামনে মোছড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় । এসময় আবুল কালাম ওরফে আবু ও মো. নজিম উদ্দিনকে গ্রেফতার করা হয় ।পরে তাদের কাছ অস্ত্র উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন এসপি নাইমুল হক ।


উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকেবন্দুকধারীরা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে গণহত্যাবিরোধী মহাসমাবেশ হয়েছিল। তাতে কয়েক লাখ রোহিঙ্গা অংশ নিয়েছিলেন। সেই সমাবেশ সংগঠিত করেছিলেন মুহিবুল্লাহ। ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহকে রোহিঙ্গারা ‘মাস্টার মুহিবুল্লাহ’ বলে ডাকতেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন