ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নরসিংদীতে আ:লীগের ঐক্যমঞ্চ, পৌর নির্বাচন নৌকার সমর্থনে গণজোয়ার

নরসিংদীতে আ:লীগের ঐক্যমঞ্চ, পৌর নির্বাচন নৌকার সমর্থনে গণজোয়ার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২ নভেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে ঘোড়াশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের আটিয়াগাঁও প্রাথমিক স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে ৩০ অক্টোবর শনিবার বিকালে এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সকল আ: লীগ নেতৃবৃন্দের উপস্হিতি ঘটলে সভাস্থল নেতা কর্মীর উপচে পড়া ভিরে বিশাল গণজোয়ারে পরিনীত হয়।

পালাশ উপজেলা সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক এঁর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খাঁন পোটন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলাপরিষদের প্রশাসক মতিন ভূইয়া, মেয়র প্রার্থী আল্ মুজাহিদ তুষার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম, সাবেক উপজেলা আ:লীগ সাধারন সম্পাদক শেখ মোঃ ইলিয়াস, সাবেক যুবলীগ নেতা মনোয়ারুল ইসলাম নাসিম, পলাশ উপজেলা আ: লীগের সাধারন সম্পাদক ওবায়াদুল কবির মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ্ সরকার, নরসিংদীর পৌরসভা মেয়র আমজাদ হোসেন বাচ্চু তাছাড়া বিভিন্ন ইউনিয়ান চেয়ারম্যান প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতিরপিতার বঙ্গবন্ধুর নৌকা, জননেত্রী শেখা হাসিনার নৌকা, জনগনের নৌকা, দেশ উন্নয়ণের নৌকা। আপনাদের কাছে অনুরোধ আগামী ২ নভেম্বর নৌকায় ভোট দিয়ে আল্ মুজাহিদ তুষারকে বিজয়ী করবেন। এই ভোটে নৌকা জিতলে প্রধানমন্ত্রীর হাত শক্তশালী হবে। বাংলাদেশ উন্নয়ণের রোড মডেলে পরিনীত হবে। আমরা সম্মিলিত ভাবে ঘোড়াশাল পৌরসভাকে একটি উন্নত শহর উপহার দিবো ইনশাল্লাহ্।

মেয়র প্রার্থী আল্ মুজাহিদ তুষার বলেন, প্রিয় ঘোড়াশাল পৌরবাসী আপনাদের মুল্যবান ভোটে আল্লাহ্ আমাকে জয়ের মালা দান করলে, আমি বলতে চাই ঘোড়াশাল শহরকে আমি একটি উন্নত দেশের মডেলে শহর গড়ে তুলবো। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। ড্রেনেজ- রাস্তাঘাট উন্নত, সড়কবাতি এবং পানি সরবরহের ব্যবস্হা দ্রুত সমাধান করবো।

তাছাড়া সভায় আরো উপস্থিত হন নরসিংদীর সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, নরসিংদী জেলা আ: লীগের সভাপতি জিএম তালেব হোসেন,  জেলা আ: লীগের সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলি।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন