কাউখালীতে ইসলামী আন্দোলন'র ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন (হাত পাখা) প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাওলানা শিহাব উদ্দীন কাসেমী রবিবার উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় স্থানীয় গন্যমান্য ও দলীয় লোকজন উপস্থিত ছিলেন। মনোয়নয়পত্র দাখিল শেষে শিহাব উদ্দীন কাসেমী বলেন, আমি নির্বাচিত হলে ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো এবং মাদক ও দূর্ণীতিমুক্ত করবো।
এমবি
