ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

মঠবাড়িয়ায় নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন
মঠবাড়িয়ায় নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করেন।

এসময় “রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০” বস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, নারী উন্নয়ন ফোরাম এর সদস্য হাসিনা বেগম, মাহমুদা আক্তার, মনোয়ারা বেগম, শামীমা সুলতানা রোজি, মারুফা আক্তার, রূপান্তর কর্মকর্তা কোহিনুর বেগম প্রমূখ।

পরে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন