ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

এক সঙ্গে ৫ সন্তানের মা হলেন সাদিয়া

এক সঙ্গে ৫ সন্তানের মা হলেন সাদিয়া
এক সঙ্গে ৫ সন্তানের মা হলেন সাদিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জমজ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মা ও সন্তানরা ভালো থাকলেও সন্তানদের ওজন অনেক কম। মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা ১০টার দিকে একসঙ্গে ৫ সন্তান জন্ম দিয়ে আলোচনায় আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কলেজ পাড়ার সোহেল রানার স্ত্রী সাদিয়া খাতুন (২৪)। পাঁচ শিশুর মধ্যে রয়েছে চার মেয়ে ও এক ছেলে সন্তান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫-৬ মাসের মাথায় সাদিয়া সন্তান প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিলো। মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিশুরা।

সাদিয়ার বোন রাবেয়া বলেন, আমরা সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে আসি। আমরা খুবই খুশি। নরমালে বাচ্চা হয়েছে। শিশুর মাও সুস্থ আছেন।

সাদিয়ার স্বামী সোহেল রানা বলেন, ২০১৬ সালের আমি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করি। এই আমাদের পথম সন্তান।

তিনি আরো বলেন, খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না। আমার স্ত্রীও সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। শিশুদের অক্সিজেন চলছে। তারা শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন আছে।

দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা জানান, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে  হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে কিন্তু শিশুরা ঝুঁকিতে আছে।

কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন