কচুয়া-বেতাগী ফেরির প্রশাসনিক অনুমোদন, আনন্দিত দুই উপজেলার মানুষ


আসাদুজ্জামান সোহাগ, কাঠালিয়া প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে কচুয়া-বেতাগীর ফেরির প্রশাসনিক অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ফাহমিদা হকের সই করা চিঠিতে সওজের প্রধান প্রকৌশলীকে ফেরি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
জানা যায়, এ বছর ৬ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ফেরির অনুমোদন দেওয়া হয়।
কাঠালিয়া উপজেলার কচুয়ার সন্তান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আতিকুর রহমান রুবেল বলেন, কচুয়া টু বেতাগী স্থানে ফেরির দাবী সেই ১৯৯৬ সন থেকে চলছে এবং কচুয়া-বেতাগীর আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। ২০১৬ সন থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে বারবার তাগিদ পত্র দিলেও বিআইডব্লিউটিএ থেকে হাইড্রোগ্রাফি রিপোর্ট কেউ আনতে পারেনি। কাঠালিয়া-রাজাপুর আসনের এমপি বিএইচ হারুন মহোদয়ের সহায়তা নিয়ে হাইড্রোগ্রাফি রিপোর্ট এনেছি এবং সওজ হেডকোয়ার্টার থেকে শুরু করে সডক পরিবহণ মন্ত্রণালয়ের ফেরি সংশ্লিষ্ট শাখা থেকে সকল কর্মকর্তাদের দপ্তরে গিয়ে অনুরোধ করেছি এবং এলাকার জনগণের দাবীর কথা তুলে ধরেছি। মহান আল্লাহর রহমতে জনগণের চাহিদা এখন বাস্তবায়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর জনবান্ধব সরকার সহ এমপি বিএইচ হারুন মহোদয় এবং কচুয়া-বেতাগীর সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি।
এ বিষয়ে বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির বলেন, ‘বেতাগীবাসীর প্রাণের দাবি ছিল বিষখালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ফেরি স্থাপন। উন্নয়নের ধারাবাহিকতায় যোগাযোগব্যবস্থায় এ জনপদ আরেক ধাপ এগিয়ে যাবে।
এমবি
