ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীর নতুন এসিল্যান্ড মৌসুমী নাসরীন

ইন্দুরকানীর নতুন এসিল্যান্ড মৌসুমী নাসরীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 পিরোজপুরের ইন্দুরকানীতে নারী ইউএনওর পর নারী এসিল্যান্ড হিসাবে যোগদান করলেন মৌসুমী নাসরীন। দীর্ঘদীন ধরে এসিল্যান্ড না থাকায় ইউএনও লুৎফুন্নেসা খানমকেই এসিল্যান্ডের দায়িত্ব পালন করতে হত।

নুতন এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে মৌসুমী নাসরীন গতকাল মঙ্গলবার এ উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি সোমবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

ইন্দুরকানী উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নিয়ে মৌসুমী নাসরীন জানান, ভূমি অফিসের সকল জটিলতা দূরকরা হবে। সাধারণ মানুষ সরাসরি কোন মাধ্যম ছাড়াই সুবিধা পাবেন। কাউকে হয়রানীর শিকার হতে হবে না।

প্রসংগত, মৌসুমী নাসরীন বিসিএসের ৩৬ তম ব্যাচে প্রশাসনিক ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন