ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু


ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী (পত্তাশী ইউনিয়নের) সাবেক চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি), ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার লাশ আজ বৃহস্পতিবার বিকালে তার নিজ গ্রাম ইন্দুরকানীতে আনা হবে এবং শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এইচকেআর
