ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুজিববর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রমাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম শামসুদ্দোহা।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান ও স্বেচ্ছাসেবকবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন