ইন্দুরকানী উপজেলা জেপির আহবায়ক স্বপন তালুকদারের ইন্তেকাল


জাতীয় পার্টি- জেপির পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা কমিটির আহবায়ক এবং ঐ উপজেলার সদর পত্তাশী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চলমান দ্বিতীয় ধাপের নির্বাচনে একই ইউনিয়নের জাতীয় পার্টি- জেপি মনোনিত বাই সাকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির স্বপন তালুকদার (৬৩) বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেনে।
এদিকে তার মৃতু্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দলের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টি- জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।
এছাড়াও শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জাতীয় পার্টি- জেপির পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার , সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সাবে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টি- জেপির পিরোজপুরের কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাধারণ সম্পাদক মো. শাহআলম নশু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: মতিউর রহমান, জাতীয় পার্টি- জেপির ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক এবং চলমান দ্বিতীয় ধাপের নির্বাচনে ২নং পত্তাশী ইউনিয়নের জাতীয় পার্টি- জেপি মনোনিত বাই সাকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সকাল নয়টায় স্থানীয় মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মৃতের জানাজা নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানাগেছে।
অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির স্বপন তালুকদারের মৃত্যুতে ঐ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারএ.এস.এম.রোকনুজ্জামান।
এমবি
