শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঘরজামাই গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জে ঘরের দরজা-জানালা বন্ধ করে টিভির সাউন্ড বাড়িয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত 'ঘরজামাই' হারুনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হারুন বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের গাজী মিয়ার মেয়ে ফরিদা ইয়াসমিনের স্বামী। তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তিনি ফরিদপুর জেলার মৃত কাদের বয়াতীর ছেলে।
এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে ১ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হারুন ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত শত্রুতা করে আসছে। ভুক্তভোগীর মা জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী (বোবা)। গত ৩১ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর মা তাকে ও পাশের বাড়ির আরেক শিশুকে একসঙ্গে ঘরে রেখে বাড়ির পাশের একটি দোকানে ওষুধ কিনতে যান।
সুযোগ বুঝে অভিযুক্ত ওই লম্পট হারুন ঘরে প্রবেশ করে সঙ্গে থাকা ওই শিশুকে ঘর থেকে বের করে দেয়। এ সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি দেখে অপর এক শিশু তার মাকে খবর দেয়।
খবর পেয়ে ভিকটিমের মা দৌড়ে বাড়িতে আসলে অভিযুক্ত ওই লম্পট তাকে দেখে পালিয়ে যায়। তার মা ঘরের ভিতরে ঢুকে শিশুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম মিয়া বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হারুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নারী ও শিশু দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নাম্বার ২(১১) ২১। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার বিকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠান।
এমবি