ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রেমিক দেবরের গোপন বিয়ে, বাড়ির সামনে ভাবির আহাজারি

প্রেমিক দেবরের গোপন বিয়ে, বাড়ির সামনে ভাবির আহাজারি
প্রেমিক দেবরের বাড়ির সামনে ভাবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেবর-ভাবির প্রেম দীর্ঘদিনের। প্রেমিককে পেতে স্বামীকেও ডিভোর্স দেন। স্বামী ছাড়া দেবরের সঙ্গে বেশ ভালোই কাটছিল দিন। হঠাৎ নেমে এলো ঝড়। যার কথায় নিজের সুখের সংসার ছেড়েছেন, সেই প্রেমিকই না জানিয়ে অন্যত্র বিয়ে ঠিক করেন। খবর পেয়ে প্রেমিকের বাড়িতে ছুটে যান ভাবি। বিয়ের দাবিতে করেন অনশনও। প্রেমিককে না পেয়ে করতে থাকেন আহাজারি।

ঘটনাটি মৌলভীবাজারের কমলগঞ্জের। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন ভুক্তভোগী ভাবি। এরই মধ্যে অনশনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে দুপুরে ভুক্তভোগী নারীকে বাড়িতে পাঠায় পুলিশ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, তার প্রেমিকের নাম আব্দুস সালাম। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরি করেন। শুক্রবার তিনি গোপনে বিয়ে করতে যাচ্ছিলেন। অনশনের খবর ছড়িয়ে পড়লে তা ভেঙে যায়।

তিনি আরো জানান, প্রেমিক সালাম তার সাবেক স্বামীর চাচাতো ভাই। তাদের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সালামের পরামর্শেই তিনি স্বামীকে তালাক দিয়েছিলেন। পরে বেঁকে বসেন সালাম। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও মত বদলাননি সালাম। এ নিয়ে হবিগঞ্জের এসপির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

তিনি বলেন, শুক্রবার অন্য জায়গায় সালামের বিয়ে করার কথা। সেই খবরেই অনশনে বসেছিলাম। এ সময় আমাকে মারধর করে সালামের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করে সালামের বাবা ও তার দুই ভাবি জানান, সালাম এ নারীকে বিয়ে করতে রাজি নন। তাই তারা অন্যত্র বিয়ে ঠিক করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তাজউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়েছিল। সেখানে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কিন্তু সালাম রায় মানেননি। এখন আর আমাদের কিছু করার নেই। এছাড়া বিষয়টি জানাজানি হওয়ার পর সালামের বিয়ে ভেঙে গেছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তারা সহায়তার আশ্বাস দিলে ওই নারী অনশন ভেঙে বাড়ি চলে যান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন