দৌলতখানে শয্যা সংকটে মেঝে ও বারান্দায় ডায়রিয়া রোগীর চিকিৎসা


দৌলতখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । রোগীর চাপে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা । শনিবার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
বেড না পেয়ে এসব রোগীদের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালে হাসপতালে ডায়রিয়া ওয়ার্ডে ১১টি শয্যা থাকলেও বর্তমানে বাড়তি রোগীর চাপে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিয়াস কান্তি সাহা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দীর্ঘদিনের । ৫০শয্যার হাসপাতালে শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। সাধারণ রোগীসহ ডায়রিয়া রোগীদের চাপ বাড়লেও তাদের সঠিক ভাবে সেবা দেয়া হচ্ছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, ‘নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে । তবে সকল রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে । তিনি জানান ডায়রিয়া থেকে রক্ষা পেতে পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।
এইচকেআর
