ঢাকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Motobad news

শর্মিলা কন্যা ফাঁস করলেন কবিগুরুর অদেখা ছবি

শর্মিলা কন্যা ফাঁস করলেন কবিগুরুর অদেখা ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাদা কালো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সাবা আলি খান। ছবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রয়েছেন সাবার ‘লাল দিদি’-ও। এমনিতে নেটজগতে যথেষ্ট সক্রিয় সাবা আলি খান। পতৌদি পরিবারের নানা অদেখা ছবির সঙ্গে সাইফের চার সন্তানদের অজস্র সুন্দর মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

সোমবার (১৫ নভেম্বর) ইনস্টাগ্রামের হ্যান্ডেলে নিজের মায়ের সম্পর্কিত দিদা 'লাল দিদি'-র বহু পুরনো ছবি শেয়ার করেছেন সাবা। তবে চমক অন্য জায়গায়। সাদা কালো সেই ছবিতে দেখা যাচ্ছে সাবার লাল দিদির পাশে একটি আরাম কেদারায় বসে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

মূলত ছবিটি পোস্ট করে প্রয়াত লাল দিদিকে স্মরণ করেছেন সাবা। জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন দিদি। আমার দিদা, যাকে আদর করে লাল দিদি বলে ডাকতাম। আমার দেখা দারুণ একজন মনের, হাসিখুশি মানুষ ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন ততটাই দয়ালু। বড্ড মিস করছি তোমাকে।’

সাবার মা তথা সাবেক বলি-অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মায়ের সম্পর্কিত আত্মীয় লতিকা ওরফে এ লাল দিদি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি। বলাই বাহুল্য, শর্মিলা নিজেও লতায় পাতায় ঠাকুরবাড়ির আত্মীয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন