ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

মেয়ের ধর্ষণ মামলা, বাবা ও তার বন্ধু কারাগারে

মেয়ের ধর্ষণ মামলা, বাবা ও তার বন্ধু কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জের চুনারুঘাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা তার এক বন্ধুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে ভূক্তভোগী কিশোরী চুনারুঘাট থানায় মামলা করে। ওই রাতেই র‌্যাব অভিযুক্তদের আটক করে।

ধর্ষণের শিকার মেয়েটি পুলিশকে জানায়, সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পরবর্তী সময়ে তার বাবা তার লেখাপড়া বন্ধ করে দেন।

সে জানায়, তার বাবা মালয়েশিয়া প্রবাসী। এক বছর আগে দেশে আসার পর করোনার কারণে মালয়েশিয়া যেতে পারেনি। তখন থেকেই তার মায়ের সাথে দাম্পত্য কলহ শুরু হয়। তার মায়ের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে কিশোরীর মা তার বাবার বাড়িতে চলে যায়। এই সুযোগে এক সপ্তাহ ধরে তার বাবা বন্ধুকে নিয়ে অমানবিক নির্যাতন চালায় তার ওপর। এক পর্যায়ে সে বাধ্য হয়ে নির্যাতনের বিষয়টি তার দাদিকে জানায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ