ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

মিয়ানমারের জান্তা প্রধানকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা

মিয়ানমারের জান্তা প্রধানকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 


মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে। মিয়ানমার অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট (এমএপি) নামের এই সংস্থার আবেদন আমলে নিয়ে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালত এ ঘোষণা দেয়।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতাল ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণ হিসেবে গত ১০ মাসে মিয়ানমারে সংঘটিত ২ লাখ ১৯ হাজার সহিংসতার তথ্য-উপাত্ত তুলে ধরেছে এমএপি।
বিষয়টি নিয়ে এক বিবৃতিতে এমএপির পরিচালক ক্রিস গাননেস জানান, ‘মিয়ানমারের অবৈধ অভ্যুত্থানের নেতা আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী নেতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন। আমরা আশা করছি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আন্তর্জাতিক আদালত।’

উল্লেখ্য, চলতি বছর ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে ক্ষমতা দখল করে দেশটির সেনবাহিনী। বন্দি করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার দলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীকে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ