বিয়ের আসরে গুলি ছুড়লেন বর-কনে

বিয়েকে স্মৃতিময় করে রাখতে কত কিছুই না করে থাকেন বর-কনে।করেন ব্যতিক্রমী কর্মকাণ্ড। কিন্তু বিয়েতে যদি বর-কনে গুলি ছোড়েন তাহলে সেটি কেমন হবে একবার ভাবুন তো?
হ্যাঁ এমনটিই করেছেন ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের বিয়ের আসরে এক বর-কনে।
তাদের একসঙ্গে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বর কালো রঙের ব্লেজার ও মাথায় পাগড়ি পড়ে কনেকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় হাতে অস্ত্র নিয়ে উপরের দিকে পর পর দুইটি গুলি ছুড়ছেন। তার পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছে কনে। গুলি ছোড়ার সময় বরের হাতও ধরেছিলেন তিনি।
বিয়েতে আনন্দ উদযাপনের জন্য ভারতের উত্তরাঞ্চলে গুলি ছোড়া সাধারণ ব্যাপার। তবে এ ভাবে আনন্দ উদযাপন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। চলতি বছরের আগস্টে দিল্লিতে জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালানোর জন্য দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।মাসখানেক আগে গাজিয়াবাদে এক পার্টিতে গুলি ছুড়ে উদযাপনের সময় ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয় বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর