জাপানে বহুতল ভবনে আগুনে নিহত ২৭

জাপানের অন্যতম বাণিজ্যনগরী ওসাকায় একটি ৮ তলা ভবনে ভয়াবহ আগুনে ২৭ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ভবনের চারতলা থেকে আগুনের সূত্রপাত হলেও জানা যায়নি কারণ।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭০টি ইউনিট। পরে ৩০ মিনেটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮তলা এ ভবনটিতে একটি ক্লিনিক ও ইংলিশ ভার্সনের স্কুলসহ বিভিন্ন ব্যক্তিগত অফিস রয়েছে। ধারণা করা হচ্ছে ক্লিনিক থেকেই আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগলো তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
ভবনটির ছয়তালা থেকে একজন মেয়ে আগুন আগুন বলে চিৎকার করে বাইরে বের হয়ে আসার চেষ্টার করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছেন বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদমাধ্যম ইয়োমিউরি জানিয়েছে, বয়স্ক এক ব্যক্তি ভবনটিতে একটি ব্যাগ নিয়ে ঢোকেন, যা থেকে দাহ্য তরল ছড়িয়ে পড়ে ও আগুন ধরে যায়। ওই ব্যক্তি সাইকিয়াট্রিক ক্লিনিকটিরই রোগী বলে ধারণা করা হচ্ছে।
৮ তলা ভবনটির অন্যান্য তলায় বিউটি পার্লার, কাপড়ের দোকান ও একটি ইংরেজি ভাষার স্কুল আছে বলে জানিয়েছে এনএইচকে।
২০১৯ সালে জাপানের কিয়োটো শহরের এক অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু ও কয়েক ডজন আহত হয়েছিল।
এইচকেআর