ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বিমানবন্দর থেকে ১০ কেজি সোনা উদ্ধার

বিমানবন্দর থেকে ১০ কেজি সোনা উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা।

শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ বিমান এয়ারলাইনস দুবাই, বিজি-১৪৮ যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন