ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মার্শালআর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট

মার্শালআর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মার্শালআর্টে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ঢাকাস্থ আজিমপুর বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ানডো একাডেমীতে প্রথমবারের মত বাংলাদেশ মার্শালআর্ট ফেডারেশনের আয়োজনে জাতীয় মার্শালআর্ট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায়  তিনি চ্যাম্পিয়ান হবার এ গৌরব অর্জন করেন।

একই ভেন্যূতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি রানাপ আপ হয়। দিনব্যাপী ওই দুটি প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫ টি মার্শালআর্ট সংগঠনের ২৫০জন প্রতিযোগি অংশ নেয়।

নরসিংদীর ছেলে শাহজাহান জয়ের মানুষিকতা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগিদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লড়ায় করে গেছেন দাপটের সহিত। প্রতিটি স্টেপে তার দৃঢ় মনোবল জয়ের ক্ষেত্রে তাকে এগিয়ে নিয়ে গেছে পরবর্তী দাপে। শাহজাহান সম্রাট ৫ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় রানার আপ এবং প্রথমবারের মত অনুষ্ঠিত জাতীয় মার্শালআর্ট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহ সভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম সিআইপি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ ব্লাক বেল্ট ৪র্থ ড্যান।

এদিকে শাহজাহান সম্রাটের এই অর্জনে সবাই তাকে অভিনন্দিত করছে। তার সাথে কথা বলে জানা যায় অধ্যাবসায় ও নিয়মিত প্রশিক্ষণ তাকে আজকের এই অবস্থানে যেতে সাহায্যে করেছে। যদিও জেলা ক্রীড়া সংস্থা পাশে থাকলে হয়তো আরো বেশি পদক নরসিংদীতে আসতে পারতো।

নরসিংদীতে মার্শালআর্ট প্রশিক্ষণের অপর্যাপ্ততার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন জেলা ক্রীড়া সংস্থা ভবিষ্যতে তার মতো অনান্য প্রতিযোগিদের পৃষ্ঠপোষকতা করবেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মার্শালআর্ট চর্চার গুরুত্ব অপরিসীম। তাই যুব সমাজের মধ্যে মার্শালআর্টের জাগরন প্রয়োজন।
তিনি সবার কাছে তার নিজের জন্য দোয়া প্রার্থনা করেন। যেন ভবিষ্যতেও জেলার নাম আরো উজ্জ্বল করতে পারেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন