পাত্রীর চেয়ে বেশি সুন্দর হওয়ায় দাওয়াত পাননি বান্ধবী

বিয়েতে সবাইকে দাওয়াত দেওয়া হলেও আমন্ত্রণ পাননি সবচেয়ে ভালো বন্ধু। কারণটাও অবাক করার মতো। শুধুমাত্র একটি পোশাকের কারণেই নিজের বান্ধবীকেই বিয়েতে ডাকলেন না পাত্রী ৷
জানা যায়, প্রিয় বান্ধবীর বিয়ের জন্য স্পেশাল গাউন অর্ডার করেছিলেন তিনি। নাম তার অ্যালেনা ইলডিজ। বয়স তার ২১ বছর। তিনি একজন নামী মডেলও ৷ তবে ঐ সুন্দর গাউনটি বানিয়েই যেন সব বিগড়ে দিলেন অ্যালেনা ৷ কারণ পোশাকটি পরে এতই সুন্দর লাগছিল তাকে ৷ যে বান্ধবী নিজের বিয়েতেই তাকে আর ডাকলেন না ৷ কারণ তার মনে হয়েছিল বিয়েতে অ্যালেনা এলে, তার থেকে বেশি সুন্দর লাগবে অ্যালেনাকে!
এমনটাও যে ঘটা সম্ভব, তা হয়তো অ্যালেনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার না করলে বোঝা সম্ভব হত না ৷ অনেকেই অনেককে ঈর্শা করেন ৷ প্রিয় বন্ধুদের মধ্যেও এমনটা ঘটে থাকে ৷ কিন্তু তাই বলে সরাসরি নিজের বিয়েতে আমন্ত্রণ বাতিল করে দেওয়ার ঘটনা বিরল ৷ আর তাও কোনো ঝামেলা, বিবাদ ছাড়াই ৷
বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ তবে হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই শকড! আর তা হওয়াটাই স্বাভাবিক ৷ যে বান্ধবীর বিয়ের জন্য এতদিন আগের থেকেই সুন্দর পোশাক এবং অন্যান্য জিনিস তৈরি করে রেখেছিলেন ৷ তার বিয়েতেই কী না যাওয়া বন্ধ হয়ে গেল, শুধুমাত্র তিনি বেশি সুন্দর লাগবেন বলে।
সূত্র: ডেইলি মেইল
এসএম