ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্য গ্রেপ্তার


অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন র্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন ওই ডাকাতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এমবি
