মাদাগাস্কার উপকূলে নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ ৬০

মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এ ঘটনা ঘটে।
দেশটির মেরিটাইম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা বলেন, নৌকাটির ১৩০ জন যাত্রীর ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
তিনি বলেন, নৌকাটি মূলত কার্গো (মাল বহনের কাজে ব্যবহৃত)। এটিতে অবৈধভাবে যাত্রী তোলা হয়েছিল।
দুর্ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি দল গিয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
এমবি